ইলদিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন জনাব এ এফ এম শাহেন শাহ।
তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের সাথে মাত্র সাড়ে তিন বছরে
পিএইচডি ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শেষ করেন। আজ থিসিস ডিফেন্সর মাধ্যমে অফিসিয়ালি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। প্রফেসর ড. হাজী ইলহান এবং প্রফেসর ড. উফুক তুরেলির তত্বাবধানে এ ডিগ্রি সম্পন্ন করেন।

ড. এ এফ এম শাহেন শাহ তুরস্কে বাংলাদেশ কমিউনিটির অত্যন্ত পরিচিত একজন মুখ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি
IEEE এর একজন সিনিয়র সদস্য এবং The Institution of Engineers, Bangladesh – IEB ‘র আজীবন সদস্য। এছাড়াও Bangladesh Students Association in Turkey-BASAT এর এক্সিকিউটিভ সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
তাৎক্ষনিক ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক হেলালী সহ অন্যান্যরা।
এসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন এবং তার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করছি।