Bangladesh Students’ Association in Turkey-BASAT এর পক্ষ থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান জনাব Sabur Khan এর সাথে সৌজন্য সাক্ষাৎ।
সাক্ষাত শেষে ড্যাফোডিলের অ্যালামনাই এবং তুরস্কের ইলদিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ‘পিএইচডি’ ডিগ্রি অর্জন করা ইস্তানবুল গেলিশিম বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসট্যান্ট প্রফেসর, #BASAT এর এক্সিকিউটিভ সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব প্রকৌশলী ড. এ. এফ. এম. শাহেন শাহকে ড্যাফোডিল ইউনিভার্সিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় চেয়ারম্যান স্যার অভিনন্দন জানিয়ে পুরস্কার হাতে তুলে দেন।
সবশেষে হোটেল হিলটন ইস্তানবুল বমন্তিতে রাতের ভোজের আয়োজন করা হয়।