বাসাতের প্রতিনিধি দল ইস্তাম্বুল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের ডিরেক্টর প্রফেসর ডঃ ফারুক তাশচি স্যারের সঙ্গে তার নিজ কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করে।
প্রফেসর ডঃ ফারুক তাশচি বাসাতের সামগ্রিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তার মতে, “তুরস্কে যতগুলো দেশের স্টুডেন্ট অর্গানাইজেশন রয়েছে, বাসাত তার মধ্যে অন্যতম সক্রিয় সংগঠন।” তিনি তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের খোঁজখবর নেন এবং বাসাতের উত্তরোত্তর সাফল্য কামনার পাশাপাশি ইন্টারন্যাশনাল অফিস হিসেবে সর্বদা বাসাতকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে বাসাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাসাতের ভাইস প্রেসিডেন্ট জনাব মুমিন, সাংগঠনিক সম্পাদক জনাব মিনহাজুল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মাগফুর আহমেদ, সহকারী আইটি সম্পাদক আহনাফ দাইয়ান, পিএইচডি গবেষক জনাব আব্দুল কাইয়ুম, মাস্টার্সের ছাত্র আনোয়ার সহ আরো অনেকে।
Bangladeş Öğrenciler Derneği (BASAT) heyeti İstanbul Üniversitesi Uluslararsı Öğrenci Ofis Müdürü Prof. Dr. Faruk TAŞÇI bey efendiye kendi makamında ziyarette bulundular.
Prof. Dr. Faruk TAŞÇI, Basat’ın öğrencilere yönelik ve genel mahiyetinde yapmış olduğu çalışmaları övgüyle bahsetmiş. Ona göre, Türkiye’de bulunan öğrenci organizasyonlar arasında Basat en etkin ve aktif çalışmalar yürütenler arasındadır. Kendisi türkiye’de eğitim gören Bangladeşli öğrencileri yakından takip ettiğini, Basat’ın daha fazla güzel çalışmalarda bulunma temennisinde bulunup Uluslararası Öğrenci ofis olarak her zaman her türlü desteğe hazır olduğunu dile getirdiler.
Bu nezaket ziyaretinde bulunan Basat Başkan yardımcısı Sayın Momin, Organizasyon Sekreteri sayın Minhazul Abedin, Genel Sekreter yardımcısı Sayın Sayed Maghfur Ahmed, BT Edidörü yardımcısı Ahnaf Daiyan, Doktora Araştırmacısı Sayın Abdul Kayyum ve Yüksek lisans öğrencisi Anwar ile başkaları da katıldılar.