Bangladesh Students' Association in Turkey BASAT

‘২৬ শে মার্চ’ মহান স্বাধীনতা দিবস প্রতিযোগিতা- ২০২২

অগ্নিঝরা মার্চে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা ।
মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে Bangladesh Students’ Association in Turkey – BASAT এর এইবারের আয়োজন ” মহান স্বাধীনতা দিবস প্রতিযোগিতা”।

একনজরে স্বাধীনতা দিবস প্রতিযোগিতা ২০২২
গ্রুপ-১: চিত্রাংকণ:
➢ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত
চিত্রাংকণের বিষয়ঃ
➢ বাংলাদেশের মানচিত্র
➢ মুক্তিযুদ্ধ
➢ স্মৃতি সৌধ
➢ শহীদ মিনার
গ্রুপ-২: ছবিতে স্বাধীনতার ভাব-গল্পঃ
➢ উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় (তুরষ্কে অধ্যয়ণরত)।
➢ ছবি ও গল্পের বিষয়ঃ স্বাধীনতা ।
➢ ছবি ও গল্পে অবশ্যই স্বাধীনতার ভাব ফুটিয়ে তুলতে হবে।
➢ ছবির সাথে গল্পের সামঞ্জস্য থাকতে হবে।
➢ ছবি ক্যামেরাবন্দি অথবা নিজ হাতে অঙ্কিত হতে হবে।
➢ ছবি ও গল্প অবশ্যই ইউনিক এবং নিজস্ব হতে হবে, পূর্বে অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন কোন ছবি ও গল্প গ্রহনযোগ্য নয়।
➢ গল্প শুদ্ধ বাংলা ভাষায় লিখতে হবে।
➢শব্দসীমাঃ ২০০০ শব্দ।
➢ ছবি এবং গল্প ‘বাসাত’ সংরক্ষন করবে । প্রয়োজনভেদে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবে।

জমা দেওয়ার নিয়মাবলি ও শেষ তারিখঃ
➢ চিত্রাংকণ এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প জমা দেওয়ার জন্য ই-মেইল করুন – contest@basat-org.com ই-মেইল এড্রেসে।
➢ চিত্রাংকণ এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প জমা দেওয়ার শেষ তারিখ- ২৬ শে মার্চ ২০২২।

পুরস্কারসমুহ :
➢ প্রতি গ্রুপ থেকে বিচারকদের বিবেচনায় শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় পুরষ্কার প্রদান করা হবে।
➢ পুরষ্কার হিসেবে থাকছে স্বর্ণ, ট্যাব সহ আকর্ষনীয় পুরষ্কার।
➢ বিজয়ী এবং অংশগ্রহনকারীদের জন্য থাকছে যথাক্রমে ক্রেস্ট ও সার্টিফিকেট।
➢ শ্রেষ্ঠত্তের পুরষ্কারের পাশাপাশি প্রতিযোগিতায় সকল অংশগ্রহনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে একজন ভাগ্যবান পাবেন বিশেষ পুরষ্কার !
➢ প্রতিযোগিতা এবং বিচারকার্যে ‘বাসাতের’ সিদ্ধান্তই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
➢ ২৯ শে মার্চ ২০২২ (মঙ্গলবার) রাত ৮.০০মিঃ।
➢ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি অনলাইনে (zoom) অনুষ্ঠিত হবে (অনুষ্ঠানের লিঙ্ক পরবর্তিতে শেয়ার করা হবে)।

আর দেরি না করে আজই আপনাদের চিত্ত্রাংকন, এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প পাঠিয়ে দিন contest@basat-org.com ঠিকানায় এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দকে দিগুণ করুন দারুণসব পুরস্কার জিতে নিয়ে!সবার সাথে দেখা হচ্ছে BASAT এর মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে !!

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!