অগ্নিঝরা মার্চে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা ।
মহান স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে Bangladesh Students’ Association in Turkey – BASAT এর এইবারের আয়োজন ” মহান স্বাধীনতা দিবস প্রতিযোগিতা”।
একনজরে স্বাধীনতা দিবস প্রতিযোগিতা ২০২২
গ্রুপ-১: চিত্রাংকণ:
➢ শিশু শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত
চিত্রাংকণের বিষয়ঃ
➢ বাংলাদেশের মানচিত্র
➢ মুক্তিযুদ্ধ
➢ স্মৃতি সৌধ
➢ শহীদ মিনার
গ্রুপ-২: ছবিতে স্বাধীনতার ভাব-গল্পঃ
➢ উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় (তুরষ্কে অধ্যয়ণরত)।
➢ ছবি ও গল্পের বিষয়ঃ স্বাধীনতা ।
➢ ছবি ও গল্পে অবশ্যই স্বাধীনতার ভাব ফুটিয়ে তুলতে হবে।
➢ ছবির সাথে গল্পের সামঞ্জস্য থাকতে হবে।
➢ ছবি ক্যামেরাবন্দি অথবা নিজ হাতে অঙ্কিত হতে হবে।
➢ ছবি ও গল্প অবশ্যই ইউনিক এবং নিজস্ব হতে হবে, পূর্বে অন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন কোন ছবি ও গল্প গ্রহনযোগ্য নয়।
➢ গল্প শুদ্ধ বাংলা ভাষায় লিখতে হবে।
➢শব্দসীমাঃ ২০০০ শব্দ।
➢ ছবি এবং গল্প ‘বাসাত’ সংরক্ষন করবে । প্রয়োজনভেদে ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারবে।
জমা দেওয়ার নিয়মাবলি ও শেষ তারিখঃ
➢ চিত্রাংকণ এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প জমা দেওয়ার জন্য ই-মেইল করুন – contest@basat-org.com ই-মেইল এড্রেসে।
➢ চিত্রাংকণ এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প জমা দেওয়ার শেষ তারিখ- ২৬ শে মার্চ ২০২২।
পুরস্কারসমুহ :
➢ প্রতি গ্রুপ থেকে বিচারকদের বিবেচনায় শ্রেষ্ঠ ৩ জনকে যথাক্রমে ১ম, ২য় এবং ৩য় পুরষ্কার প্রদান করা হবে।
➢ পুরষ্কার হিসেবে থাকছে স্বর্ণ, ট্যাব সহ আকর্ষনীয় পুরষ্কার।
➢ বিজয়ী এবং অংশগ্রহনকারীদের জন্য থাকছে যথাক্রমে ক্রেস্ট ও সার্টিফিকেট।
➢ শ্রেষ্ঠত্তের পুরষ্কারের পাশাপাশি প্রতিযোগিতায় সকল অংশগ্রহনকারীদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে একজন ভাগ্যবান পাবেন বিশেষ পুরষ্কার !
➢ প্রতিযোগিতা এবং বিচারকার্যে ‘বাসাতের’ সিদ্ধান্তই চুড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ
➢ ২৯ শে মার্চ ২০২২ (মঙ্গলবার) রাত ৮.০০মিঃ।
➢ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি অনলাইনে (zoom) অনুষ্ঠিত হবে (অনুষ্ঠানের লিঙ্ক পরবর্তিতে শেয়ার করা হবে)।
আর দেরি না করে আজই আপনাদের চিত্ত্রাংকন, এবং ছবিতে স্বাধীনতার ভাব-গল্প পাঠিয়ে দিন contest@basat-org.com ঠিকানায় এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দকে দিগুণ করুন দারুণসব পুরস্কার জিতে নিয়ে!সবার সাথে দেখা হচ্ছে BASAT এর মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে !!