Bangladesh Students' Association in Turkey BASAT

তুরস্কে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাসরুজ্জামান

তুরস্কে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (বাসাত) নতুন সভাপতি হয়েছেন ওমর ফারুক হেলালী ও সাধারণ সম্পাদক নাসরুজ্জামান নাঈম।

ফেনীর ওমর ফারুক হেলালী তুরস্কের সবচেয়ে প্রাচীন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ইস্তান্বুল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞান বিষয়ে মাস্টার্সে ও সাতক্ষীরার নাসরুজ্জামান নাঈম ইস্তান্বুল কমার্স বিশ্ববিদ্যালয়ে ব্যবসা প্রশাসন অনুষদের ফাইন্যান্স বিভাগে পিএইচডিতে অধ্যয়নরত।

গত মঙ্গলবার দেশটির ঐতিহাসিক ও বাণিজ্যিক শহর ইস্তান্বুলের ওল্ড টাউন ফাতিহ’তে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংগঠন ‘বাবে আলম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ কার্যালয়ে সংগঠনের ২০২২-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাহী সদস্যরা সরাসরি ভোটে তাদের নির্বাচিত করেন।

সংগঠনের উপদেষ্টা শাহ্ মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ, মোহাম্মদ মহিউদ্দিন ও ড. রহমত উল্লাহর সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকরী পরিষদ সদস্য ও সেক্রেটারিয়েট সদস্যসহ ৫০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

প্রাথমিকভাবে ২০১৪ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনে বর্তমানে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী সদস্য হিসেবে রয়েছেন। স্বেচ্ছাসেবী সংগঠনটি তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও অ্যাকাডেমিক সহায়তার পাশাপাশি, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শক্তিশালী সাংস্কৃতিক বন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে।

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!