Bangladesh Students' Association in Turkey BASAT

তুরষ্কের ইস্তানবুলে বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন তুর্কি- বাসাত এর ২০২২-২০২৪ সেশনের উদ্বোধনী অনুষ্ঠান

তুরষ্কের ইস্তানবুলে বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশন ইন তুর্কি- বাসাত এর ২০২২-২০২৪ সেশনের উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাসাতের ২০২২-২০২৪ সেশনের কার্যক্রম পরিচালনার জন্য ইস্তানবুল সহ তুরষ্কের ২৩ টি শহর থেকে ৬৭ জন সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সেক্রেটারিয়েট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত সেক্রেটারিয়েট সদস্যরা ১৬ টি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাসাতের কর্মসূচি সমূহ বাস্তবায়ন করবেন। এছাড়া সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ২০২২-২০২৪ সেশনে বাসাতের সার্বিক বিষয়ে পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং সুষ্ঠুভাবে সকল কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩০ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়।

২০২২-২০২৪ সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাতের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক হেলালী এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নতুন সেশনের জন্য নির্বাচিত জেনারেল সেক্রেটারি নাসরুজ্জামান নাঈম। নতুন সেশনে দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে বাসাতের আগামীদিনের সকল কার্যক্রমগুলো সুষ্ঠু ও সফলভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাসাতের সার্বিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাসাতের সহ-সভাপতি মুমিন এবং আহমেদ বুরহান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সেক্রেটারিয়েট মেম্বারদের উৎসাহ ও প্রেরণা দিয়েছেন বাসাতের সম্মানিত উপদেষ্টা জনাব জালাল উদ্দিন।

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!