ঈদ মোবারক!
পবিত্র ঈদুল আজহার প্রাণঢালা শুভেচ্ছা
তুরস্কে অবস্থানরত সকল বাংলাদেশিকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
যারা বাংলাদেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাদের প্রতিও রইল আমাদের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও দোয়া।
প্রবাসে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের মতো এবারও BASAT আয়োজন করতে যাচ্ছে “ঈদ পুনর্মিলনী” সহ ৪ দিনব্যাপী বিশেষ ঈদ আয়োজন।
⸻

৪ দিনব্যাপী ঈদ উদযাপন কর্মসূচি:
০১ | ঈদের আগের রাত (বৃহস্পতিবার)

রাতের আড্ডা ও ডিনার: এশিয়া লাউঞ্জ
০২ | ঈদের দিন (শুক্রবার)

ঈদের নামাজ: ফাতিহ মসজিদ

নামাজ শেষে সকালের নাস্তা ও দেশীয় মিষ্টান্ন পরিবেশন

বিকেলে কোরবানির মাংস প্রস্তুতি: এশিয়া লাউঞ্জ

ঈদ ডিনার: এশিয়া লাউঞ্জ
০৩ | ঈদের দ্বিতীয় দিন (শনিবার)

ফুটবল টুর্নামেন্ট, সকাল ৯:০০ টা (বিজয়ী দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার)

স্থান: ইয়াভুজ সুলতান, ফাতিহ

দুপুরের খাবার ও মিলনমেলা: বাসাত ইউনিটি হাউজ, ফাতিহ
০৪ | ঈদের তৃতীয় দিন (রবিবার)

ঈদ পুনর্মিলনী, খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন:
Yenikapı Sahil, বিকাল ৫:০০ টা
⸻
এই বছরের ঈদ পুনর্মিলনীতে থাকছে—

ব্যতিক্রমধর্মী খেলাধুলা |

দেশীয় খাবারের বিশেষ আপ্যায়ন |

সাংস্কৃতিক পরিবেশনাসহ আরও চমকপ্রদ আয়োজন!
⸻

অনুষ্ঠানের সময় ও স্থান:

স্থান: Yenikapı Sahil, Fatih, İstanbul

তারিখ ও দিন: ৮ জুন ২০২৫, রবিবার (ঈদের তৃতীয় দিন)

সময়: বিকাল ৫:০০ টা

তুরস্কে অবস্থানরত বাংলাদেশি ছাত্র, পেশাজীবী ও পরিবার— সকলেই এই আয়োজনে আমন্ত্রিত।
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
