বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত)- এর ২০২৫–২০২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদ্যসমাপ্ত নির্বাচনে ওমর ফারুক হেলালী সভাপতি এবং নাসরুজ্জামান নাঈম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
ইস্তানবুলের ফেডারেশন অব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনস (UDEF) কার্যালয়ে ৩১ মে ২০২৫ তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সশরীরে উপস্থিতির পাশাপাশি অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করে বাসাতের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সেক্রেটারিয়েট ও সাধারণ সদস্যবৃন্দ। নির্বাহী কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনটি স্বচ্ছ অনলাইন ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যার তত্ত্বাবধান করেন স্বতন্ত্র নির্বাচন কমিশন—বাসাতের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ওয়ালিদ বিন সিরাজ এবং মুজাহিদ হোসেন।
নির্বাচনের পাশাপাশি, অংশগ্রহণকারীরা বাসাত কিভাবে তুরস্কে বসবাসরত বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব ও পরামর্শ তুলে ধরেন। ভবিষ্যতের উদ্যোগ, সহযোগিতামূলক সেবা এবং কমিউনিটি সম্পৃক্ততার নানা দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এরই সাথে নবনির্বাচিত সভাপতি দ্রুততম সময়ে নতুন মেয়াদের নির্বাহী কমিটি ও সেক্রেটারিয়েট সহ পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। এক বন্ধুত্বপূর্ণ পরিবেশে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণকারী সকলকে বাসাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। নতুন নেতৃত্বের হাত ধরে বাসাত, আগামী দিনগুলোতেও সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সাথে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
মিডিয়া ও প্রচার বিভাগ
বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত)
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).
