Bangladesh Students' Association in Turkey BASAT

এরজুরুমে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ঈদুল আযহা উদযাপন

ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (BASAT)-এর উদ্যোগে এ বছর এরজুরুমে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ঈদুল আযহা উদযাপন করেছেন এক অনন্য পরিবেশে।

ঈদের নামাজ আদায়, একসঙ্গে খাবার ভাগাভাগি, প্রাণবন্ত আড্ডা এবং ঈদ স্পেশাল ক্রিকেট ম্যাচ—সবকিছু মিলিয়ে প্রবাসজীবনের ঈদ যেন পেয়েছে এক ঘরোয়া উষ্ণতা।

পরিবার থেকে দূরে থাকলেও, এই আয়োজনে কমিউনিটির সদস্যরা অনুভব করেছেন একে অপরের পাশে থাকার ভালোলাগা, পেয়েছেন “বাংলাদেশের ছোঁয়া”।

সকলেই BASAT-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই আন্তরিক ও সুশৃঙ্খল আয়োজনের অংশ হতে পেরে সবাই অত্যন্ত আনন্দিত।

For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!