Bangladesh Students' Association in Turkey BASAT

বাসাতের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত)-এর উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী বিশেষ ঈদুল আজহা উদযাপন কর্মসূচির দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টটিতে মোট তিনটি দল অংশগ্রহণ করে। খেলায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা লক্ষ করা যায়। এই আয়োজন প্রবাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে এবং কমিউনিটির সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!