ঈদুল আজহা-২০২৫ উপলক্ষে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী বিশেষ ঈদ উদযাপন। আয়োজনের শেষ দিনে ঈদ পুনর্মিলনী ও দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়, যেখানে ইস্তানবুল ও আশপাশের শহর থেকে অংশ নেন দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।
মারমারা সাগরের তীরবর্তী এক মনোরম পার্কে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সব বয়সী প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পারিবারিক পরিবেশ। শিশুরা মেতে ওঠে বল নিক্ষেপসহ বিভিন্ন খেলায়, তরুণদের জন্য ছিল মোরগ লড়াই, গুপ্তধন উদ্ধার, ফুটবল ও বেলুন ফাটানো প্রতিযোগিতা। নারীদের জন্য ছিল বালিশ খেলা এবং অভিভাবকদের জন্য ঐতিহ্যবাহী হাঁড়িভাঙা পর্ব। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল বিবাহিত বনাম অবিবাহিতদের দড়ি টানাটানি ও প্রীতি ফুটবল ম্যাচ, যা পুরো আয়োজনকে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তোলে। এছাড়া বরাবরের মত দেশীয় খাবারের আপ্যায়ন উপস্থিত সবাইকে কিছুক্ষণের জন্য হলেও মাতৃভূমির স্বাদ মনে করিয়ে দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাত-এর সভাপতি ওমর ফারুক হেলালী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাত উপদেষ্টা পরিষদের সদস্য ওয়ালিদ বিন সিরাজ, ইঞ্জিনিয়ার মুজাহিদ হোসাইন। আরও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা—ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার তারেক হাসান, ডা. সিরাজুল ইসলাম, রেজাউল করিম, ইঞ্জিনিয়ার সিফাত পাটোয়ারী, ইঞ্জিনিয়ার জহির রায়হান এবং মোঃ শাহিনুর আলম, প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাসাত সদস্য সাফিকুল হাসান শাফি।
আয়োজনে সার্বিক সহযোগিতা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাসাত-এর সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ, যাদের আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত হয়ে ওঠে।
এর আগে BASAT এর ৪ দিনব্যাপি ঈদ আনন্দ আয়োজন শুরু হয় ঈদের আগের রাতে এশিয়া লাউঞ্জে বাসাতের রাতের আড্ডা ও ডিনার আয়োজনের মাধ্যমে যেখানে প্রবাসীদের মাঝে জমজমাট আলাপচারিতা ও উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ে। পরদিন সকালে ঐতিহাসিক সুলতান ফাতিহ মসজিদে একত্রে ঈদের নামাজ আদায় করা হয়, নামাজ শেষে দেশীয় নাস্তা ও মিষ্টান্ন পরিবেশন করে সবাই একসঙ্গে ঈদের প্রারম্ভিক আনন্দ উপভোগ করেন। বাসাতের বিশেষ ঈদ আয়োজনের অংশ হিসেবে ঈদের দিন রাতে কমিউনিটির সদস্যরা ‘বাসাত ঈদ ডিনারে’ অংশগ্রহণ করেন। ঈদের দ্বিতীয় দিন বসন্তের নৈসর্গিকতায় ফুটবল ও ক্রিকেটের মজার আয়োজন ছিলো বিশেষ আকর্ষণ। প্রীতি ফুটবল টুর্নামেন্টে তিনটি দল অংশগ্রহণ করে, যেখানে খেলোয়াড়রা শুধু প্রতিদ্বন্দ্বিতা করেনি, একইসঙ্গে সবার মাঝে বন্ধুত্ব ও টিমস্পিরিটও সৃষ্টি হয়। বিকেলে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে ইস্তানবুলের ফাতিহ সুলতান মেহমেত ইন্টারন্যাশনাল স্কুলের মাঠ প্রাণময় হয়ে ওঠে, যেখানে খেলোয়াড়দের উদ্দীপনা ও সমর্থকদের উল্লাসে ভেসে ওঠে পুরো কমিউনিটি। ঈদের দ্বিতীয়দিন বাসাত ইউনিটি হাউজে মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিরা জমিয়ে দেশীয় খাবার ও সংস্কৃতির রঙে রাঙিয়ে দেন দিনটি। সকাল থেকে ফুটবল ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা আর বিনোদনের ছোঁয়া ছড়িয়ে পড়ে, আর দুপুরে একসঙ্গে বসে খাওয়া-দাওয়ার মাঝে তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক।
BASAT এর উদ্যেগে তুরস্কের ইস্তানবুলের পাশাপাশি এরজুরুম সহ অন্যান্য শহরগুলিতে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়। পরিবার থেকে দূরে থাকলেও, বিভিন্ন শহরে বাসাতের এই আয়োজনে কমিউনিটির সদস্যরা অনুভব করেছেন একে অপরের পাশে থাকার ভালোলাগা, পেয়েছেন “বাংলাদেশের ছোঁয়া”।
প্রবাসে থাকাকালীন দেশের মাটির মায়া ও ঐতিহ্য থেকে বিচ্ছিন্নতা অনেক সময় বোধগম্য হলেও, BASAT এর এই আয়োজন প্রমাণ করল—সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন থাকলেই দূরত্ব মুছে যায়। চার দিনের নানা কর্মকাণ্ডে দুই শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলেন, নিজেদের মাঝে পারস্পরিক সখ্যতা ও সৌহার্দ্যবোধ জাগিয়ে তুললেন।
এই ঈদ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য, একতা ও পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এমন আয়োজনে যেন প্রবাসজীবনের একাকিত্ব দূর হয়ে সৃষ্টি হয় সম্প্রীতির অনন্য বন্ধন।
মিডিয়া ও প্রচার বিভাগ
বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন তুর্কিয়ে (বাসাত)
For a full recap of today’s event, including more photos and highlights, visit our social media platforms: Facebook, Instagram, and X(Twitter).