Istanbul Aerospace and Technology Festival (Teknofest) 2019 এর আজ সমাপনী দিবসে Bangladesh Students’ Association in Turkey – BASAT এর উদ্যোগে গুরুত্বপূর্ণ প্রদর্শনীসমূহ ঘুরে দেখার আয়োজন করা হয়।
এতে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, এক্সিকিউটিভ মেম্বারবৃন্দ এবং মেম্বারদের কয়েকজন অংশগ্রহণ করেন।
সম্মিলিত খাওয়া-দাওয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।