Bangladesh Students' Association in Turkey BASAT

ইস্তানবুলে আকিকা অনুষ্ঠানে বাংলাদেশীদের মিলনমেলা

ইস্তানবুলের ইলদিজ টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক জনাব এ. এফ. এম. শাহেন শাহ ভাই এবং নাজিফা মুস্তারি ভাবির ছেলে এম. সাওবান শাহের আকিকা অনুষ্ঠানে বাংলাদেশীদের মিলনমেলা।

অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকে বাংলাদেশীরা সবাই শাহ ভাইয়ের ইস্তানবুলস্থ বাসায় একত্রিত হতে থাকেন। প্রায় শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে কিছুক্ষনের জন্য এক টুকরো সোনার দেশে পরিণত হয়েছিল।

তুরস্কে বাংলাদেশীদের মধ্যে প্রথম এই ধরণের কোন প্রোগ্রাম পেয়ে সকলে আনন্দের সাথে উদযাপন করেন।

সাওবান শাহের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সুন্দরভাবে সম্পন্ন করায়
Bangladesh Students’ Association in Turkey – BASAT
এর পক্ষ থেকে কমিউনিটির সবাইকে ধন্যবাদ ।

Share this post

Designed by Alamin Moni

Copyright© BASAT 2019-2025

error: Content is protected !!