দীর্ঘ দুই বছর বিরতির পর তুরস্কে অবস্থানরত বাংলাদেশীরা আবারো একসাথে ইফতার করলো ইস্তাম্বুলে। গত ১৬ই এপ্রিল শনিবার ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদের পাশে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত হয় গ্র্যান্ড ইফতার ২০২২ শীর্ষক এই অনুষ্ঠান। আয়োজন করে তুরস্কে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন ইন তুর্কী – বাসাত’।
বিদেশের মাটিতে দেশীয় খাবারের আয়োজন বিশেষ করে রমজানের ইফতার দুষ্প্রাপ্য। বাংলাদেশী শিক্ষার্থীদের বড় একটি অংশ যখন ছাত্রাবাসে থাকে তখন তা আরো কঠিন হয়ে যায়। তাই এই আয়োজন বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য ছিল বহুল প্রতীক্ষিত। বাসাত এর সকল সদস্যের নিরলস পরিশ্রমের ফলে জমকালো আয়োজনের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান।
এই সময় উপস্থিত ছিলেন তুরস্ককের সরকারী স্কলারশিপ ‘তুরকিয়ে বুরসলারী’ এর ইস্তাম্বুল অফিস প্রধান জনাব এমরে অরুচ, তুরস্কে বিদেশি ছাত্র অরগানাইজেশনসমূহের ফেডারেশন ‘উদেফ’ এর প্রেসিডেন্ট জনাব ড. উসমান আকগুল সহ তুরস্কের নামীদামি সব প্রতিষ্ঠানে উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। তুরস্কে অবস্থানরত বাংলাদেশীদের পাশাপাশি তুরস্কসহ বিভিন্ন দেশের তিনশতাধিক অতিথিদের মিলনায়তনে রূপান্তর বাসাত আয়োজিত এই অনুষ্ঠান।
পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় গ্র্যান্ড ইফতার। ইফতারের পূর্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীরা হৃদয় জুড়ানো কন্ঠে বিভিন্ন হামদ-নাত গেয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করেন। অতিথিদের বক্তব্যে ফুটে উঠে বাংলাদেশীদের আপ্যায়নের প্রশংসা। বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আন্তরিকতা, সংহতি, ধর্মপ্রীতি দেখে বরাবরের মতই মুগ্ধ ছিলেন অতিথিরা। বাংলাদেশি শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা নিয়েও বিস্মিত হয়েছেন তাঁরা।